Thursday, September 26, 2019

এস এস সি রসায়ন বিজ্ঞান সৃজনশীল প্রশ্নঃ কুমিল্লা বোর্ড ২০১৭


 কুমিল্লা বোর্ডঃ ২০১৭ (রসায়ন বিজ্ঞান)
একটি হাইড্রোকার্বনে 75% কার্বন এবং 25% হাইড্রোজেন আছে। যৌগটির আণবিক ভর 16
ক. লিমিটিং বিক্রিয়ক কাকে বলে?
খ. কৃষিক্ষেত্রে ফসফরাসের আইসোটোপের ভূমিকা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের হাইড্রোকার্বনের আণবিক সংকেত নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের যৌগটি থেকে ক্লোরো ফর্ম প্রস্তুত করা যায়, সমীকরণসহ ব্যাখ্যা কর।

২। বিক্রিয়া দুটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও :
i. Zn(s) + H2SO, ZnSO4 + ‘X’
ii. Zn(s) + H2SO4 (conc) ZnSO4 + 'Y' + H2O.
ক. মরিচার সংকেত লিখ।
খ. মৌমাছি পোকার কামড়ের ক্ষতস্থানে কেন চুন প্রয়োগ করা হয়? ব্যাখ্যা কর।
গ. (i) নং বিক্রিয়ার বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা কর।
ঘ. X Y গ্যাস দুটির মধ্যে ব্যাপনের হারের তুলনা কর।

৩।
 

ক. তাপহারী বিক্রিয়া কাকে বলে?
খ. রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় অবস্থা ব্যাখ্যা।
গ. উদ্দীপকে কত গ্রাম ক্ষারধর্মী গ্যাস উৎপন্ন হবে তা নির্ণয়
ঘ. উদ্দীপকে উৎপন্ন গ্যাস হতে প্রাপ্ত নাইট্রোজেনঘটিত সার উদ্ভিদ কীভাবে পরিশোষণ করে বিক্রিয়াসহ ব্যাখ্যা কর।

৪। নিম্নে তিনটি বিক্রিয়া দেওয়া হলো
i. CaCO3(s) CaO(s) + 'X'(g)
ii. X (g) + H2O (l) M যৌগ
iii. K2O+ H2O (l) N যৌগ
ক. নিঃসরণ কাকে বলে?
খ. উদ্দীপকের প্রথম বিক্রিয়াটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের 'M' যৌগে কার্বনের জারণ সংখ্যা নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের 'M' 'N' যৌগদ্বয়ের সমন্বয়ে গঠিত লবণটি ক্ষারীয় বিক্রিয়াসহ বিশ্লেষণ কর।

৫।
মৌল
ইলেকট্রন বিন্যাস
A
1
B
2,5
C
2,8,5
3A2 (g) + B2 (g) = 2BA3 (g); ∆H = - 92 k, [A, B C প্রতীকী অর্থে ব্যবহৃত প্রচলিত কোনো মৌলের - প্রতীক নয়]
 ক. প্রতীক কী?
খ. CH3COOH একটি দুর্বল এসিড কেন? ব্যাখ্যা কর।
গ. C মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে অযুগ্ম - ইলেকট্রন সংখ্যার ভিত্তিতে ব্যাখ্যা কর। -
ঘ. দৃশ্যকল্পে উল্লেখিত বিক্রিয়াটির ক্ষেত্রে সাম্যাবস্থায় তাপ ও চাপ বৃদ্ধি করলে কী ঘটবে- লা-শাতেলিয়ে নীতির আলোকে বিশ্লেষণ কর।

৬।
P
R
R
C2H6
C2H4
CH3COOH
ক. হাইড্রোকার্বন কী?
খ. নাইট্রোজেন ও ফ্লোরিন: মৌল দুটির মধ্যে কোনটির আকার ছোট? ব্যাখ্যা কর।
গ. 'P' 'Q' যৌগ দুটি কীভাবে শনাক্ত করবে সমীকরণসহ লিখ।
ঘ. 'Q' হতে 'R' যৌগ তৈরি সম্ভব- সমীকরণই বিশ্লেষণ কর ।

৭। FeCl2 + AgCl   Ag+   FeCl3
       A (লবণ)                 B (লবণ) 
ক. আয়নিক বন্ধন কাকে বলে?
খ: ক্লোরিনের আইসোটোপ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের বিক্রিয়ায় বিক্রিয়কে উপস্থিত ধাতব আয়নদ্বয়ের কোনটি বিজারিত হয়েছে? সমীকরণসহ ব্যাখ্যা কর।
ঘ. A B লবণদ্বয়ের মধ্যে কিভাবে NaOH (aq) যোগ করলে কী ঘটবে সমীকরণসহ বিশ্লেষণ কর।

৮। নিচের তিনটি বিকারে তিন ধরনের লবণের দ্রবণ রয়েছে :

 

 ক. সমাণু কী?
, K-এর গলনাঙ্ক Na এর চেয়ে কম কেন? ব্যাখ্যা কর।
গ. (i) নং বিকারে অতিরিক্ত 1OO ml পানি যােগ করার পর উক্ত লবণের দ্রবণের ঘনমাত্রা কত হবে? ব্যাখ্যা কর।
, উদ্দীপকের (ii) ও (iii) নং বিকারে দ্রবের পরিমাণ ভিন্ন’-গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে উক্তিটির যৌক্তিকতা ব্যাখ্যা কর।


No comments:

Post a Comment

জে এস সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় সৃজনশীল

প্রশ্ন ১ নবীনপুর শিক্ষাদীক্ষায় পিছিয়ে থাকার ফলে এলাকাবাসী সবক্ষেত্রে পিছিয়ে ছিল । উক্ত এলাকায় স্থানীয় প্রভাবশালী ও স...