Saturday, July 20, 2019

প্রগাঢ় কৃষি ও ব্যাপক কৃষি কাকে বলে

# জমির সীমাবদ্ধতা অনুযায়ী কৃষিকে দুটি ভাগে ভাগ করা যায় 

1। প্রগাঢ় কৃষি 

2। ব্যাপক কৃষি 

প্রগাঢ় কৃষি 

অল্প জমিতে অধিক শ্রম ও মূলধন বিনিয়োগ করে অধিক ফসল উৎপাদনের জন্য যে কৃষি কাজ করা হয় তাকে প্রগাঢ় বা নিবিড় কৃষি বলে।

চীন ও জাপানের  কৃষি কাজ 

বৈশিষ্ট্য 

তুলনা মূলক ভাবে কম জমি ব্যবহৃত হয় 

পৃথিবীর অধিক ঘনবসতিপূর্ণ অঞ্চলে কৃষি গড়ে ওঠে 

একর প্রতি ফলন খুব বেশি 

অধিক মূলধন ও শ্রমিক বিনিয়োগ করতে হয়।

উন্নত বীজ সার ও পানি সেচ প্রয়োগ করে এ পদ্ধতিতে খাদ্যশস্য ও শাকসবজি উৎপাদন করা হয় 

#ব্যাপক কৃষি 

আধুনি যন্ত্রপাতি বা উপকরণের সাহায্যে বিশাল এলাকাব্যাপী জুড়ে যে কৃষি কাজ করা হয় তাকে ব্যাপক কৃষি বলে।

উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্র   ও কানাডার গম চাষ 

বৈশিষ্ট্য 

#বিস্তীর্ণ ভূমি ব্যবহৃত হয় 

#পৃথিবীর বিরল জনবসতি অঞ্চলে কৃষি গড়ে ওঠে 

#একর প্রতি ফলন কম 

#কম মূলধন ও শ্রমিক নিয়োগ করতে হয় 

#আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে খাদ্য শস্য ও শিল্পের কাঁচামাল অধিক উৎপন্ন হয় 

No comments:

Post a Comment

জে এস সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১ম অধ্যায় সৃজনশীল

প্রশ্ন ১ নবীনপুর শিক্ষাদীক্ষায় পিছিয়ে থাকার ফলে এলাকাবাসী সবক্ষেত্রে পিছিয়ে ছিল । উক্ত এলাকায় স্থানীয় প্রভাবশালী ও স...