প্রশ্ন ১ নবীনপুর
শিক্ষাদীক্ষায় পিছিয়ে থাকার ফলে এলাকাবাসী সবক্ষেত্রে পিছিয়ে ছিল । উক্ত
এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে
একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও
একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয়। কয়েক বছরের ব্যবধানে উক্ত
এলাকার মানুষ সমাজ সচেতন হয়ে ওঠে। এলাকার শিক্ষিত উন্নয়নকর্মী রায়হানা
নারীশিক্ষা, মানবাধিকার, মৌলিক অধিকার
ইত্যাদি বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলে ।
ক. ভারতে প্রথম
ভাইসরয় নিযুক্ত হন কে?
খ. বাংলা ১১৭৬
সনে এদেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন?
গ. উদ্দীপকে
বর্ণিত পরিস্থিতির মতো উনবিংশ শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল?
ব্যাখ্যা কর।
ঘ.
“রায়হানার মতো উন্নয়নকর্মীদের উদ্যোগের ফলই ভারতের স্বাধীনতার পথ
সুগম করে”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
প্রশ্ন ২। আলীপুর
এলাকাবাসী আধুনিক শিক্ষার সুযোগের অভাবে সবদিক দিয়ে পিছিয়ে ছিল। এ পরিস্থিতিতে ঐ
এলাকার একজন প্রভাবশালী ও সম্পদশালী ব্যক্তির প্রচেষ্টায় কয়েকটি শিক্ষা
প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। ফলে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয় এবং তারা সমাজ সচেতন হয়ে ওঠে।
আলীপুরের শিক্ষিত উন্নয়নকর্মী শায়লা নারী শিক্ষা ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে
এলাকাবাসীকে সচেতন করে তোলেন ।
ক. ঔপনিবেশিক
শাসন কাকে বলে?
খ. দ্বৈতশাসন
বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে
উল্লিখিত ঘটনার সাথে ঔপনিবেশিক যুগের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে?
ব্যাখ্যা কর।
ঘ.
“শায়লার মতো ব্যক্তিদের উদ্যোগের ফলই ভারতের স্বাধীনতার পথ সুগম
করে”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।
প্রশ্ন ৩। রহিম
তার দাদার কাছ থেকে 'X' দেশের গল্প শুনছিল। 'X'
দেশটি ছিল সম্পদে পরিপূর্ণ। বিভিন্ন দেশ থেকে বণিক এসে। ধনসম্পদ
লুণ্ঠন করে। এমনকি রাজ্য দখলের জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। দেশটির কিছু ক্ষমতালোভী
লোকদের কুবুদ্ধি নিয়ে সে দেশের রাজাকে হত্যা করে তাদের স্বার্থ হাসিল করে।
ক. কোম্পানি শাসন
বলতে কী বোঝ ?
খ.‘দ্বৈত শাসন চরম অভিশাপ'- ব্যাখ্যা দাও।
গ. উদ্দীপকের
ঘটনাটি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ঐতিহাসিক
ঘটনার ফল ছিল সুদূরপ্রসারী'- তোমার মতামতের সপক্ষে যুক্তি
উপস্থান কর।
প্রশ্ন ৪
‘ক’ অঞ্চল দখল করে শাসন শুরু করে ভিনদেশি
একগোষ্ঠী। শাসন করতে গিয়ে তারা নতুন এক উপায় অবলম্বন করে। গুরুত্বহীন কিছু কাজ
দিয়ে দেয় ঐ অঞ্চলের দোসরদের। এতে আর্থসামাজিক অবস্থা আরও দুর্বল হয়ে পড়ে। এক
পর্যায়ে ঐ অঞ্চলের জনগণ শাসকগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেয় শাসকগোষ্ঠী। অনেক
চেষ্টা, করেও টিকে থাকতে পারেনি। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের
মুখে তারা দেশ ছাড়তে বাধ্য হয়।
ক. কে বাংলার
স্বাধীন সুলতানি যুগের সূচনা করেন?
খ.
“ওয়েস্টফালিয়ার চুক্তি”- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে
বর্ণিত শাসন পদ্ধতিটি বাংলার কোন ঘটনার সাথে মিল আছে?
ব্যাখ্যা কর।
ঘ.
“ক’ অঞ্চলের স্বাধীনতার মূলে রয়েছে নবজাগরণ বিশ্লেষণ
কর।
প্রশ্ন ৫ সুদূর
চিলমারী থেকে কিছু লোক তবকপুর এলাকায় এসে বসবাস শুরু করে। আস্তে আস্তে তারা ঐ
এলাকায় আধিপত্য বিস্তার করে এবং চেয়ারম্যানের আসন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে
ও সফল হয়। তারা নিজেদের স্বার্থে ঐ গ্রামে স্কুল, কলেজ
স্থাপন করে শিক্ষাদীক্ষার প্রসার ঘটায়। যা গ্রামের লোকদের মধ্যে জাতীয় চেতনার
উদ্ভব ঘটাতে সহায়তা করে।
ক. দ্বিজাতি
তত্ত্ব কাকে বলে?
খ. ইউরোপের
বাণিজ্য কীভাবে চাঙ্গা হয়ে উঠেছিল?
গ. উদ্দীপকে
ক্ষমতাধরদের কার্যক্রম বাংলার ইতিহাসে কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়?
ব্যাখ্যা কর ।
ঘ. শিক্ষার
প্রসারের ফলে উক্ত এলাকার নবজাগরণ সম্ভব হবে কি? উত্তরের
স্বপক্ষে যুক্তি দাও।
প্রশ্ন ৬ জসিম
তার দাদার কাছে তাদের অতীতের অবস্থা সম্পর্কে জানতে চাইল। জসিমের দাদা বললেন তাদের
সে সময় নিজস্ব জমিদারি থাকলেও বিদেশিদের রাজস্ব দিতে হতো । এতে সাময়িক অসুবিধা
হলেও শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বিদেশিদের অবদান ছিল অনেক।
ক. ঔপনিবেশিক
শাসন কী?
খ. রবার্ট
ক্লাইভের অদ্ভুত শাসন ব্যাখ্যা কর।
গ. জসিমের দাদা
কোন বিদেশি শাসনব্যবস্থার কথা উল্লেখ
করেছেন?
তাদের শক্তির বিজয়ের কারণগুলো বর্ণনা কর।
ঘ. বিদেশি শাসক
গোষ্ঠীর অবদান মূল্যায়ন কর।
প্রশ্ন ৭
রায়পুরের জমিদারের দুই মেয়ে। তিনি মৃত্যুর আগে ছোট মেয়ের ছেলেকে জমিদারি ক্ষমতা দেন। ফলে তাঁর বড়
মেয়ে ও বড় মেয়ের ছেলে লোভী ও স্বার্থপর কর্মচারীদের নিয়ে কোন্দল সৃষ্টি করে।
অবশেষে এক বিদেশি কোম্পানির হাতে তাদের জমিদারির ক্ষমতা চলে যায়।
ক. ঔপনিবেশিক
শাসনের একটি বৈশিষ্ট্য লেখ।
খ. শ্রীরামপুরে
মুদ্রণযন্ত্র স্থাপনের প্রভাব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে
নির্দেশিত ঘটনার সাথে যে ঐতিহাসিক ঘটনার
মিল আছে তা
ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে
নির্দেশিত কোম্পানির শাসন আমলের গৃহীত কাজ এদেশে কোম্পানির আধিপত্য বিস্তারে
ভূমিকা রাখে— বিশ্লেষণ কর।
প্রশ্ন ৮। বিদেশি
একটি কোম্পানি 'Y' নামক দেশে ঘাঁটি স্থাপন করে
পর্যায়ক্রমে সে দেশের শাসন ক্ষমতায়ও হস্তক্ষেপ করে। কিন্তু বিদেশি কোম্পানিটি পুরো
শাসন ক্ষমতা না নিয়ে শুধুমাত্র রাজস্ব
আদায় ও প্রতিরক্ষার দায়িত্বটি গ্রহণ করে।
ক. আলিবর্দী খাঁ
কত সালে মৃত্যুবরণ করেন?
খ. ইকলিম'
বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের
ঘটনাটি তোমার পঠিত কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা
কর।
ঘ. “উক্ত ঘটনা
ছিল এদেশের মানুষের জন্য চরম অভিশাপ।”- বিশ্লেষণ
কর।
প্রশ্ন ৯।
মহেশপুরের জমিদার ‘x' আদমপুরের জমিদার ‘Yএর জমিদারি কৌশলে হাতিয়ে নেয়ার পর শাসন ও বিচারব্যবস্থা দেখাশুনার
দায়িত্ব ‘Y' কে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষমতা 'x' নিজে রেখে অদ্ভুত এক শাসনব্যবস্থা চালু করেন। নতুন এই শাসনব্যবস্থায়
আদমপুরের মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে আসে।
ক. কলকাতা
মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে?
খ. ভাগ কর এবং
শাসন কর নীতি’- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে
ভারতবর্ষের কোন ঘটনার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা
কর।
ঘ.
“বাংলার সবচেয়ে বড় দুর্ভিক্ষটি সংঘটিত হয় ঐ ঘটনার প্রেক্ষিতে।”-
মূল্যায়ন কর।
প্রশ্ন ১০
শিক্ষার্থীরা তোমরা কী লক্ষ করেছ,
শিক্ষা-দীক্ষায় চিন্তাচেতনায় আমরা আজ কতদূর এগিয়েছি? এটা সম্ভব হয়েছে ১৯৪৭ এর পূর্বে এদেশ শাসনকারী একটি বিশেষ সুবিধাভোগী
শ্রেণির স্বার্থ হাসিলের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে। এদের গৃহীত
পদক্ষেপের মাধ্যমে মানুষের মধ্যে একদিকে যেমন জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটে,
অপরদিকে তারা আধুনিক চিন্তা-চেতনায় জাগরিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ
হয়।
ক. ১৬০০ সালে
ইংল্যান্ডে কোন কোম্পানি স্থাপিত হয়?
খ. ছিয়াত্তরের
মন্বন্তর কী? ব্যাখ্যা কর।
গ. বিশেষ সুবিধাভোগী
শ্রেণি কর্তৃক গৃহীত প্রধান প্রধান। পদক্ষেপগুলো ব্যাখ্যা কর।
ঘ. গৃহীত
পদক্ষেপগুলোর মাধ্যমে এদেশের মানুষ আধুনিক চিন্তা-চেতনায় জাগরিত হয়ে দেশপ্রেমে
উদ্বুদ্ধ হয়- উক্তিটি বিশ্লেষণ কর।
প্রশ্ন ১১ অষ্টম
শ্রেণির ছাত্র নাফিস টেলিভিশনে ইউরোপীয়দের আগমনের উপর একটি প্রমাণ্য চিত্র
দেখেছিল। ১৬৪৮ সালে ইউরোপের যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে একটি শান্তিচুক্তি হয়।
এটি সম্পাদিত হওয়ার পর শান্তি প্রতিষ্ঠিত হলে ইউরোপীয় বিভিন্ন জাতি নতুন উদ্যোগে
বাণিজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ। এভাবে
ব্যবসা বাণিজ্য চালিয়ে ইউরোপের বণিকরা দেখল বাংলায় স্থায়ীভাবে বসতি স্থাপন করেই
সবচেয়ে বেশি ফায়দা উসুল করা সম্ভব।
ক. নবাব
সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন?
খ. ইউরোপীয়
বণিকদের বাণিজ্যের জন্য ভারতবর্ষ লক্ষ্য ছিল কেন?
গ. উদ্দীপকে
উল্লিখিত চুক্তিটি কেন হয়েছিল? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে
বর্ণিত পরিস্থিতির ফলে বাংলায় ঔপনিবেশিক - শক্তির বিজয় ঘটে মতামত দাও।
প্রশ্ন ১২ শিক্ষিত
ব্যক্তি জনাব ‘ক’ তার
এলাকার খ্রিষ্টপূর্ব যুগ থেকে গত। শতাব্দী পর্যন্ত নানা বংশ ও প্রতিষ্ঠানের ক্ষমতা
দখলের ইতিহাস বলেন। শেষে ইউরোপীয় একটি কোম্পানির ক্ষমতা দখলের কথা বলেন। ঐ সময়
এক দুর্ভিক্ষে এক-তৃতীয়াংশ মানুষের মৃত্যু হয়। সর্বশেষে বলেন, তার এলাকার মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার বোধেরও
উন্মেষ ঘটে এবং সেটা সফল হয়।
ক. ভারতে প্রথম
ভাইসরয় নিযুক্ত হন কে?
খ. বাংলা ও ভারতে
প্রতিষ্ঠিত শাসনকে ঔপনিবেশিক শাসন বলা হয় কেন? গ. জনাব
ক’ বর্ণিত গল্পের দুর্ভিক্ষকালীন সরকার ব্যবস্থা, ব্যাখ্যা কর।
ঘ. জনাব
‘ক’-এর সর্বশেষ বক্তব্যের সাথে কি তুমি একমত?
যুক্তিসহ মতামত দাও।
প্রশ্ন ১৩ নিচের
ছকচিত্র দুটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ছক-১
|
ছক-২
|
স্কুল।
|
১. স্বদেশি
আন্দোলন
|
২. কলেজ
|
২. অসহযোগ
আন্দোলন
|
৩. মাদ্রাসা
|
৩. সশস্ত্র
আন্দোলন
|
৪.
বিশ্ববিদ্যালয়
|
|
ক. সেনরা কোথা
থেকে এসেছিল?
খ. ইকলিম’
ধারণাটি ব্যাখ্যা কর।
গ. ছক-১ এ
উল্লিখিত বিষয়টি বাংলার ইতিহাসে কোন ঘটনাকে প্রতিফলিত করেছে?
ব্যাখ্যা কর।
ঘ. বাংলার স্বাধীনতায় ছক-২ এর ভূমিকা বিশ্লেষণ কর।
প্রশ্ন ১৪ দৃশ্যকল্প-১:
নূরুল সাহেবের দুই মেয়ে মীরা ও হীরা। মৃত্যুর পূর্বে তিনি তার বিশাল ব্যবসা
প্রতিষ্ঠানটির দায়িত্ব ছোট মেয়ে হীরার অপ্রাপ্ত বয়স্ক ছেলে মনিরকে দিয়ে যান।
বড় মেয়ে মীরা ও তার ছেলে প্রতিষ্ঠানের কর্মচারীদের সাথে যুক্ত হয়ে মনিরের ক্ষতি
করতে চেষ্টা করে।
দৃশ্যকল্প-২:
‘ক’ নামক বিদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠানটি
‘খ’ অঞলে দীর্ঘ সময় শাসন ও ব্যবসা করে। তারা
সুন্দর অফিসভবন তৈরি করে উক্ত অঞ্চলে বিভিন্ন ধরনের কর আরোপ করে।
ক. ঔপনিবেশিক
শাসন কী?
খ.
ওয়েস্টফালিয়ার চুক্তি কেন করা হয়েছিল?
গ. দৃশ্যকল্প-১ এ
নবাব সিরাজউদ্দৌলার পতনের কোন কারণকে নির্দেশ করে? ব্যাখ্যা
কর।
ঘ.
“দৃশ্যকল্প-২ এর ‘ক’ প্রতিষ্ঠানটি
শাসনের নামে জনগণকে শোষন করেছিল”- পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ
কর।
প্রশ্ন ১৫ জমিদার হাশেম আলীর মৃত্যুর পর তাঁর স্ত্রী
সন্তানদ্বয়ের উপর দায়িত্ব বণ্টন করে দেন। তিনি তার নিজপুত্র খালেদের উপর রাজস্ব
আদায় ও প্রতিরক্ষার দায়িত্ব এবং সৎপুত্র সামাদের উপর শাসন ও বিচার বিভাগের
দায়িত্ব ন্যস্ত করেন।
ক. বাংলায়
স্বাধীন সুলতানী শাসনের অবসান ঘটে কত সালে?
খ. ঔপনিবেশিক
শাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের
ঘটনাটি কোন ঐতিহাসিক ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা
কর।
ঘ.
“উক্ত ঐতিহাসিক ঘটনার ফল ছিল সুদূরপ্রসারী”- বক্তব্যটি
বিশ্লেষণ কর।
প্রশ্ন ১৬
টেলিভিশনে, জলিল একটি নাটক দেখছিল। নাটকের এক পর্যায়ে
জলিল দেখল কিছুসংখ্যক প্রভাবশালী ব্যক্তি ও সেনাপতির কারণে রাজার পরাজয় ঘটে।
ক. নবাব
সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?
খ. বঙ্গভঙ্গের
কারণ ব্যাখ্যা কর।
গ. জলিলের দেখা
নাটকটির সাথে কোন ঐতিহাসিক ঘটনার
মিল আছে?
ব্যাখ্যা কর।
ঘ. ঘটনাটির ফলাফল
পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
প্রশ্ন ১৭
ঘটনা-১: মধুপুর অঞ্চলের কিছু ব্যক্তি সুখীপুর অঞলে এসে জুড়ে বসে। তারা সুখীপুর
অঞ্চল শাসন করার সময় প্রচুর ধনসম্পদ মধুপুরে পাচার করে। এক পর্যায়ে সুখীপুরের
জনগণ ক্ষেপে গেলে তারা নিজ দেশে ফিরে যায়।
ঘটনা-২: সুখীপুর
অঞ্চলের রাজা তার যুবক বয়সি নাতিকে সিংহাসনে বসায়। ফলে নাতির সরলতার সুযোগ নিয়ে
মধুপুর অঞ্চলের ব্যক্তিগণ সুখীপুর অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করার সুযোগ পায়।
ক. বঙ্গভঙ্গ হয়
কত সালে?
খ. কোম্পানির
শাসন বলতে কী বোঝায়?
গ. ঘটনা-১ কোন
যুগকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
ঘ. ঘটনা-২ এ
বর্ণিত কারণটিই কি সুখীপুর অঞলে, মধুপুরের শাসন প্রতিষ্ঠার
একমাত্র কারণ? মতামত দাও।
প্রশ্ন ১৮ ক’
এলাকার জমিদার মৃত্যুর পূর্বে তার অল্প বয়স্ক নাতিকে উত্তরাধিকারী
হিসেবে ক্ষমতা প্রদান করেন। কতিপয় আত্মীয়স্বজন এবং পার্শ্ববর্তী এলাকার কিছু লোভী
ব্যবসায়ী বিদেশি ব্যবসায়ীদের যোগসাজসে তাকে ক্ষমতাচ্যুত করে বিদেশি শাসন
প্রতিষ্ঠা করে।
ক. ভারতে প্রথম
ভাইসরয় নিযুক্ত হন কে?
খ.
‘ওয়েস্টফালিয়ার চুক্তি’– ব্যাখ্যা কর।
গ. ক এলাকার ঘটনা
বাংলার ইতিহাসে কোন ঘটনাকে মনে
করিয়ে দেয়?
ব্যাখ্যা কর।
ঘ.
“আধুনিক জ্ঞানচর্চার ফলে উক্ত এলাকায় নবজাগরণ ঘটেছিল”- যৌক্তিক মতামত দাও।
প্রশ্ন ১৯ একটি
কোম্পানির কিছু লোক ‘ক’ নামক
রাষ্ট্রে মসলার ব্যবসা শুরু করে। ব্যবসায় লাভজনক হলে তারা সেখানে শিল্পকারখানা
গড়ে তোলে। এতে অন্যান্য বিদেশি ব্যবসায়ীদের সাথে আধিপত্য নিয়ে। উক্ত কোম্পানির
কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে কোম্পানি জয়লাভ করে। আরও শক্ত ঘাঁটি স্থাপন করে।
তারা নিজেদের স্বার্থেই ক’ দেশে স্কুল, কলেজ স্থাপন করে যা পরবর্তীতে ঐ দেশবাসীর কল্যাণ বয়ে আনে।
ক.
উইলিয়াম হেজেজ কে ছিলেন?
খ. ছিয়াত্তরের
মন্বত্তর’ কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের
কোম্পানির সাথে পাঠ্যপুস্তকের কোন কোম্পানির মিল রয়েছে?
ব্যাখ্যা কর।
ঘ. কোম্পানির শেষেক্ত
কার্যক্রমের সাথে ঔপনিবেশিক যুগের কোন জাগরণমূলক ঘটনার সাদৃশ্য রয়েছে?
তার প্রভাব বিশ্লেষণ কর।
প্রশ্ন ২০ জমির
আলী তার নাতির সাথে গল্প করতে গিয়ে বলেন যে, এ দেশে
তাদের জমিদারি থাকলেও বিদেশি একটি শাসকগােষ্ঠীকে ভূমি রাজস্ব প্রদান করতে হতো এবং ঐ গোষ্ঠী তল্কালীন জমিদারি ব্যবস্থার ওপর
কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল। কিন্তু পাশাপাশি শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে তাদের
অবদান অনস্বীকার্য।
ক. ভারত শাসন আইন
পাস হয় কোন সালে?
খ. দ্বৈতশাসন
বলতে কী বোঝায়?
গ. জমির আলী কোন
বিদেশি শক্তির শাসনব্যবস্থার কথা বলেছেন? ব্যাখ্যা
কর।
ঘ.
“শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে উক্ত শাসকশ্রেণির অবদান অনস্বীকার্য।”-
উক্তিটির সপক্ষে যুক্তি উপস্থাপন কর।
প্রশ্ন ২১ জনাব
‘ক’, ‘খ’ ইউনিয়নের
চেয়ারম্যান। কিন্তু শুরু থেকেই তার কিছু নিকট আত্মীয়স্বজন নিজেদের স্বার্থ
হাসিলের জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। পরবর্তীকালে তার কাজকর্ম
পরিচালনার সময় বিভিন্ন সমস্যার সৃষ্টি করে তাকে পদচ্যুত করা হয়।
ক. ভারতবর্ষের
প্রথম ভাইসরয় কে ছিলেন?
খ. ছিয়াত্তরের
মন্বন্তর বলতে কী বোঝ?’
গ. উদ্দীপকে
বর্ণিত কারণের সাথে কোন শাসকের পতনের মিল রয়েছে- ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে
কর ঐ কারণটিই উক্ত শাসকের পতনের একমাত্র কারণ?
প্রশ্ন ২২ দৃশ্যকল্প-
১ : মাত্র ২২ বছর বয়সে সিরাজউদ্দৌলা সিংহাসনে
বসেন। তিনি দেশি ও বিদেশি ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত হন।
দৃশ্যকল্প-২ :
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনক্ষমতায় চলে আসে। শাসনব্যবস্থাকে
রাজস্ব আদায় ও প্রশাসন পরিচালনায় ভাগ করে।
ক. কত সালে
ফখরউদ্দিন মুবারক শাহ স্বাধীন সুলতানি যুগ প্রতিষ্ঠা করেন? খ.
চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কী বোঝায়?
গ. দৃশ্যকল্প-১
বাংলার ইতিহাসের কোন ঘটনাকে ইঙ্গিত। করে? ব্যাখ্যা
কর। ঘ.. “দৃশ্যকল্প-২-এর ফল ছিয়াত্তরের মন্বন্তর” – উক্তিটি বিশ্লেষণ কর।
প্রশ্ন ২৩ রায়ান
তার দাদার কাছ থেকে ১৬৮০-৮৩ সালের একটি ঐতিহাসিক ঘটনা শুনে বুঝতে পারে,
এদেশে একসময় বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বাণিজ্য করত। তারা তাদের
স্বার্থ হাসিল করার জন্য নানা কৌশল অবলম্বন করে থাকত। তবে এতে একটি দেশের
ব্যবসায়ীরা বেশি লাভবান হয়।
ক,
ইউরোপের শান্তি চুক্তি কী নামে পরিচিত?
খ. ইকলিম’
ধারণাটি ব্যাখ্যা কর।
গ. উল্লিখিত
সময়ে লাভবানকৃত দেশটির বাণিজ্য বিস্তারের কারণ ব্যাখ্যা কর।
ঘ. বাংলার
অভ্যন্তরের কোন্দল-ই কি উক্ত দেশটির বিজয়ের পিছনে কাজ করেছে?
পাঠ্যপুস্তকের আলোকে তুলে ধর।
প্রশ্ন ২৪
‘ক’ এলাকায় বণিকশ্রেণির কিছু লোক বাইরে থেকে
ব্যবসার উদ্দেশ্যে এসে রাষ্ট্রক্ষমতা দখল করে। স্থানীয় লোকজনকে বিভিন্নভাবে শাসন-শোষণ
করে এবং নিজ দেশে সম্পদ পাচার করে। স্থানীয় জনগণ সচেতন হওয়ায় এক সময় তাদেরকে
নিজ দেশে চলে যেতে হয়।
ক.
ভাস্কো-দা-গামা কত সালে কালিকট বন্দরে পৌঁছেন?
খ. পুঁজি পাচার
বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে
উল্লিখিত ঘটনাবলি বাংলার ইতিহাসের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়?
ব্যাখ্যা কর।
ঘ. উক্ত
বণিকশ্রেণির রাষ্ট্রক্ষমতা দখলের পিছনে রয়েছে বাংলার শাসকদের অভ্যন্তরীণ কোন্দল ও
চক্রান্ত বিশ্লেষণ কর।
প্রশ্ন ২৫ দুই বন্ধুর কথোপকথন : ১ম বন্ধু : আবিদ তুমি কি
লক্ষ করেছ যে, বর্তমানে শিক্ষার ক্ষেত্রে
আমরা অনেক দূর
এগিয়েছি? ২য় বন্ধু : হ্যা জানি। একটি বিশেষ সুবিধাভোগী
শ্রেণি তাদের স্বার্থ হাসিলের জন্য যেসব
পদক্ষেপ গ্রহণ করেছিল তা আমাদের জন্য
সুবিধাই বয়ে এনেছে। ১ম বন্ধু : তুমি ঠিকই বলেছ। তাদের গৃহীত পদক্ষেপের কারণে আমাদের
দেশের মানুষ আধুনিক চিন্তাচেতনায় জাগরিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।
ক.
ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন?
খ. ইকলিম'
ধারণাটি ব্যাখ্যা কর।
গ. ২য় বন্ধুর
উক্তির শাসকদের প্রথম পর্যায়ের প্রধান প্রধান কাজগুলো ব্যাখ্যা কর।
ঘ. ১ম বন্ধুর শেষেক্ত উক্তিটি বিশ্লেষণ কর।
প্রশ্ন ২৬ আসিফের
দাদা একজন স্বনামধন্য বাংলা কথাসাহিত্যিক। সাহিত্য রচনার ক্ষেত্রে তিনি বাংলা
ভাষায় বিভিন্ন ভাষার প্রভাব লক্ষ করেন। সম্প্রতি তার প্রকাশিত একটি রচনায়
সুস্পষ্ট হয়ে উঠেছে যে, পাল রাজাদের পর বাংলার শাসন
ক্ষমতা চলে গিয়েছিল বাইরের মানুষের হাতে।
১ ক. ফখরউদ্দিন
মুবারক শাহ কত সালে বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?
খ. আধুনিক
শিক্ষার সংস্পর্শে এসে স্থানীয় মানুষের মধ্যে নতুন চেতনার স্ফুরণ ঘটে কেন?
গ. আসিফের দাদা
বাংলায় সম্ভাব্য যেসব ভাষার প্রভাব লক্ষ করেছেন তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে
বর্ণিত আসিফের দাদার সম্প্রতি প্রকাশিত রচনায় যে বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে তার
পক্ষে তোমার যুক্তিসহ মতামত দাও।
প্রশ্ন ২৭ রহিমা
বানু একজন গার্মেন্টস শ্রমিক। অনেক পরিশ্রমের পরও যে বেতন পায় তা দিয়ে তার সংসার
চালাতে হিমসিম খেতে হয়। অথচ তারই কারখানার মালিক সাইফুল ইসলাম নিজের নার্সারিতে
পড়ুয়া। মেয়েকে স্কুলে নেবার জন্য আলাদা একটি দামি গাড়ি কিনেছেন এবং মেয়ের
ভবিষ্যৎ চিন্তা করে আরও কয়েকটি শিল্প প্রতিষ্ঠান, স্থাপন
করছেন। এভাবে সম্পদ গড়তে শ্রমিকদের শোষণ করতেও তিনি কিতি দ্বিধাবোধ করেন না।
ক.
ওয়েস্টফালিয়ার চুক্তি কী?
খ.
ভাস্কো-দা-গামা ইতিহাসে এত বিখ্যাত কেন?
গ. উদ্দীপকের শোষিত
রহিমা বানুর সাথে ইউরোপীয় বণিকদের শোষণনীতির সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ. সাইফুল
ইসলামের শোষণনীতি ও ইউরোপীয় বণিকদের শোষণনীতির প্রেক্ষাপট বিশ্লেষণ কর।
প্রশ্ন ২৮
বিটিভিতে সাহেরা সিরাজউদ্দৌলার নাটক দেখছিল। নাটকে বিভিন্ন দৃশ্যের এক পর্যায়ে
সাহেরা দেখল বিভিন্ন রাজকর্মচারী ও সৈনিকগণের ষড়যন্ত্রে নবাব যুদ্ধে পরাজিত হলেন।
যার ফলশ্রুতিতে বাংলায় ঔপনিবেশিক শাসনের সূত্রপাত হয়। নবাবের পরাজয়ে সাহেরা
অত্যন্ত মর্মাহত হয়।
ক. নবাব
সিরাজউদ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?
খ. রাজকর্মচারীগণ
কেন নবাব সিরাজউদ্দৌলাকে যুদ্ধে অসহযোগিতা করেছিল? ব্যাখ্যা
কর।
গ. নবাব
সিরাজউদ্দৌলার পরাজয়ে সাহেরার মর্মাহত হওয়ার -
কারণ ব্যাখ্যা
কর।
ঘ. সাহেরার
ন্যায় সকল বাঙালির ওপর ঔপনিবেশিক শাসনের
ফলাফল ছিল অত্যন্ত সুদূরপ্রসারী এবং গুরুত্বপূর্ণ যুক্তিসহ মতামত দাও।
প্রশ্ন ২৯
চট্টগ্রাম জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি ও আলতাফ হোসেনের মৃত্যুর পর তার ছেলে
শাহেদ সাহেবের ওপর দায়িত্ব অর্পিত হয়। কিন্তু নিকটাত্মীয় ও প্রভাবশালী
ব্যক্তিবর্গ কর্তৃক প্রতিষ্ঠা নিয়ে তার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এ দ্বন্দ্বের
সুযোগে ব্যবসায়ী প্রতিষ্ঠান আলমাস গ্রুপ তাকে সভাপতি পদ থেকে অপসারণ করার জন্য
ষড়যন্ত্র করে। শাহেদ সাহেবের একান্ত সহযোগী সাইফুদ্দিন চৌধুরীও আলমাস গ্রুপের
সাথে একাত্মতা পোষণ করে।
ক. কত সালে
পলাশীর যুদ্ধ সংঘটিত হয়?
খ. ইংরেজদের সাথে
সিরাজউদ্দৌলার দুর্গ নির্মাণ সংক্রান্ত বিরোধ কেন হয়েছিল?
গ. শাহেদ সাহেবের
ঘটনার সাথে বাংলার কোন নবাবের ঘটনার মিল রয়েছে – ব্যাখ্যা
কর।
ঘ. শাহেদ সাহেবের
ঘটনায় বাংলার যে নবাবের ঘটনার
ইঙ্গিত রয়েছে
তার পতনের প্রভাব ছিল সুদূরপ্রসারী -বিশ্লেষণ কর।
প্রশ্ন ৩০ নিচের
ছকচিত্র দুটি দেখ এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
A
১. স্কুল
২. কলেজ
৩. মাদ্রাসা
৪. বিশ্ববিদ্যালয়
|
B
১. স্বরাজ আন্দোলন
২.অসহযোগ আন্দোলন
৩. সশস্ত্র যুব
বিদ্রোহ
|
ক. ক্ষুব্ধ
মুসলমানদের সন্তুষ্ট করার জন্য ওয়ারেন হেস্টিংস কী প্রতিষ্ঠা করেন?
খ. ইংরেজদের
শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্য ব্যাখ্যা কর।
গ. 'A'-ছকের প্রতিষ্ঠানগুলোর উনবিংশ শতাব্দীতে এদেশীয় মানুষের মাঝে কীরূপ প্রভাব
ফেলে? ব্যাখ্যা কর।
ঘ. বাংলার
নবজাগরণে 'B'-ছকের ভূমিকা বিশ্লেষণ কর।
প্রশ্ন ৩১ আসলাম পারভেজ ঢাকার আজিমপুর মুসলিম এতিমখানায়
যান এতিমদের মাঝে পোশাক বিতরণ করতে। সেখানে তিনি দেখতে পান একটি সুসজ্জিত বাগান।
এতিমখানা কর্তৃপক্ষের নিকট থেকে জানতে পারেন যে, এ
বাগানে বসেই ঐতিহাসিক লাহোর প্রস্তাবের
খসড়া তৈরি হয়েছিল যা পাকিস্তান প্রস্তাব হিসেবে সমালোচিৎ হলেও বর্তমান স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এ
প্রস্তাবেরই ফসল।
ক. লাহোর প্রস্তাব কবে গৃহীত হয়?
খ. লাহোর প্রস্তাবের
মূলকথা নিজের ভাষায় বুঝিয়ে লেখ।
গ. এতিমখানার বাগানে বসে রচিত লাহোর প্রস্তাব যেভাবে স্বাধীন বাংলাদেশ
প্রতিষ্ঠায় সহায়তা করেছিল তা ব্যাখ্যা কর।
ঘ.
“লাহোর প্রস্তাব প্রকৃতপক্ষে পাকিস্তান প্রস্তাব ছিল না” এতিমখানা কর্তৃপক্ষের তথ্যের ওপর ভিত্তি করে উক্তিটির যথার্থতা যাচাই কর।
প্রশ্ন ৩২ মহাবিদ্রোহের
পর কোম্পানির শাসনের অবসান ঘটে। বাংলার ব্রিটিশ সরকারের শাসন শুরু হলে বঙ্গীয় আইনসভার
উদ্ভবসহ বাংলায় নবজাগরণের সূত্রপাত ঘটে। জ্ঞান-বিজ্ঞান,
সাহিত্য-সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে উন্নতির পাশাপাশি স্বদেশী,
স্বরাজ, অসহযোগ প্রভৃতি আন্দোলনের উদ্ভব ঘটে।
ব্রিটিশ বিরোধী এ নিরবিচ্ছিন্ন ধারাবাহিক আন্দোলনের ফলে ব্রিটিশ শাসনের অবসান ঘটে।
ক. ব্রিটিশ
ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
খ.
মাৎস্যন্যায়ের যুগ কী? বর্ণনা দাও।
গ. উদ্দীপকে
বর্ণিত নবজাগরণের উদ্ভব ও তার ফলাফল
ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে
বর্ণিত ব্রিটিশ শাসনের চূড়ান্ত পরিণতি বিশ্লেষণ কর।
প্রশ্ন ৩৩
রুবিনার নানা তার ছোট খালার ছেলে মাহিরকে তার নানার ব্যবসায় প্রতিষ্ঠানসহ সকল
সম্পত্তির উত্তরাধিকার নিযুক্ত করেন। কিন্তু রুবিনার মা ব্যবসায় প্রতিষ্ঠানে
কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মিলে মাহিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হত্যা
করে। অন্যদিকে মাহিরের মৃত্যুর পর ব্যবসায় প্রতিষ্ঠানসহ সমস্ত সম্পত্তি বহিরাগত
তৃতীয় পক্ষের হাতে চলে যায়। ব্যবসায় প্রতিষ্ঠানসহ সমস্ত সম্পত্তি পরিচালিত হতে
শুরু করে বহিরাগত তৃতীয় পক্ষের দ্বারা। ক. বঙ্গভঙ্গ কাকে বলে?
খ. চিরস্থায়ী
বন্দোবস্ত কেন চালু করা হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের
ঘটনার সাথে ইতিহাসের কোন ঘটনার মিল রয়েছে? বর্ণনা
কর।
ঘ. উদ্দীপকে
তৃতীয় পক্ষ বহিরাগত শাসন বলতে কাদের শাসন বোঝানো হয়েছে?
আলোচনা কর।